দিল্লিতে ধৃত দুই জইশ জঙ্গি
জইশ-ই-মহম্মদের দুই জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধৃতদের নাম আবদুল লতিফ মীর ও মহম্মদ আশরাফ। বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। দুজনই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। একজনের বাড়ি কুপওয়ারা, অন্যজনের বারামুল্লায়। সূত্রের খবর, রাজধানীতে বড়সড় নাশকতার ছক ছিল জইশের। পাশাপাশি, একাধিক ভিভিআইপি-ও ছিল তাঁদের নিশানায়। গোপন সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালায় দিল্লি পুলিশের স্পেশাল সেল। আরও পড়ুন ঃ বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার সেলের ডিসিপি সঞ্জীব যাদব জানান, সরাই কালে খান অঞ্চলের মিলেনিয়াম পার্কে জঙ্গিদের জন্য ফাঁদ পাতে পুলিশ। রাত ১০টা নাগাদ জালে ধরা পড়ে দুই জইশ জঙ্গি। দুজনের কাছ থেকে পিস্তল ও তাজা গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।